#MeToo মুভমেন্টে এবার অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ!

দুবেলাঃ #MeToo আবার তোলপাড় বলিউডে। এবার এই মুভমেন্টে নাম জড়ালো সঙ্গীত পরিচালক অনু মালিকের নাম। বিগত কয়েকদিন ধরে অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন দুই গায়িকা সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিত। এর ফলেই বলিউডে এখন শোরগোল পড়েছে এই নিয়ে।

অন্যদিকে বলিউডের পর মালায়ালম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকজনের নাম সামনে এসেছে #MeToo মুভমেন্টের জন্য। সেই নিয়েও সাউথের সিনেমা পাড়ায় #MeToo হইচই পড়েছে।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Related posts

Leave a Comment