#MeToo মুভমেন্ট নিয়ে কি বললেন রজনীকান্ত?

দুবেলাঃ #MeToo নিয়ে দেশ যখন তোলপাড়, তখন এই নিয়ে মুখ খুললেন রজনীকান্ত। দিল্লির পর মুম্বাই, তার পর এখন এই #MeToo থাবা বসিয়েছে দক্ষিন ভারতে। #MeToo মুভমেন্ট নিয়ে এই সুপারস্টার বলেন এই বিষয়ে সবাইকে সর্তকতার অবলম্বন করা উচিত। যে দোষী তার শাস্তি পাওয়া উচিত। তবে এই নিয়ে নির্দোষীকে কাঠগড়ায় তোলা উচিত নয়।

তার এই নিয়ে মুখ খোলার কারন হল বলিউডের পর মালায়ালম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকজনের নাম সামনে এসেছে #MeToo মুভমেন্টের জন্য। তা নিয়ে রজনীকান্ত বলেন মহিলাদের #MeToo মুভমেন্টের অপব্যবহার করা উচিত নয়।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Related posts

Leave a Comment