RSS  অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে মুখ খুলল কংগ্রেস!

দুবেলাঃ RSS  অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে বির্তকের জন্ম হয়েছে দেশের রাজনীতিতে। প্রণব মুখোপাধ্যায় RSS কর্মসূচিতে ‌যোগদানের সিদ্ধান্তে বেকায়দায় পড়তে হয়েছে দল কংগ্রেসকেও। এই রাজ্য ও দেশ জুরে দলের অন্দরে এনিয়ে গুঞ্জন চলছেই। এনিয়ে প্রকাশ্যে মুখ খুললেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

এই কংগ্রেস নেতার অভিমত আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করে প্রণববাবু কোনও ভুল করেননি। শিন্ডের কথায়, ‘প্রণব মুখোপাধ্যায় একজন ধর্ম নিরপেক্ষ মানুষ। উনি সবসময় নিজের ধর্ম নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। সেটাই উনি আরএসএসের অনুষ্ঠান করবেন। উল্লেখ্য, ৭ জুন নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন।

Spread the love

Related posts

Comment here