#Me Too: গুলশান কুমার বায়োপিকে কাজ করবেন সোনাক্ষী সিনহা!

দুবেলা, অর্পিতা আচার্য্যঃ দেশ জুড়ে #Me Too নিয়ে জলঘোলা হয়েই চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে #Me Too বির্তক। এই #Me Too তে একে পর এক বলিউডের তারকাদের নাম চলে আসছে। তাদেরর বিরুদ্ধে বিভিন্ন ভাবে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। যার ফলাফল #Me Tooর তালিকায় উঠে আসা পরিচালক, প্রযোজকরা যৌন হয়রানির অভিযোগে সেই সব ব্যক্তিত্বদের সাথে কাজ করতে নারাজ বলিউডের একাংশ তারকারা।

সুভাষ কাপুর পরিচালিত গুলাসান কুমারের বায়োপিক  “মগুল” থেকে ইতিমধ্যে পিছিয়ে এসেছেন ভূষণ কুমার এবং সিনেমার মুখ্য চরিত্র আমির খান,সহ পরিচালকও।  এই সিনেমার পরিচালক বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার ফলে এই ঘটনা ঘতেছে। সূত্রের খবর অনুযায়ী এই সিনেমায় মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা। প্রযোজকরা যেভাবে চাইছেন অভিনেত্রীর চরিত্র ফুটিয়ে তুলতে সোনাক্ষি সিনহা তার জন্য উপযুক্ত। নায়িকার চরিত্র দৃশ্যায়নের সময়সীমা কম হলেও তার গভীরতা অনেকটাই বলে দাবি তাদের। কিছুদিনের মধ্যেই নায়িকার শুটিং শুরু হবে এমনটাই জানা গিয়েছে। সোনাক্ষী সিনহা যথেষ্ট অগ্রহী, তার চরিত্রের বিষয়ে ।  তিনি গুলশান কুমারের একজন বান্ধবীর চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।

Spread the love

Related posts

Comment here