CBI কর্তার দ্বন্দ্ব নিয়ে SIT গঠন হবে- অরুণ জেটলি।

দুবেলাঃ CBI-এর ইতিহাসে নজিরবিহীন ঘটনা নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর মান দেশবাসীর কাছে  বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CBI-এর ডিরেক্টর অলোক কুমার ভার্মা ও সিবিআইয়ের নম্বর টু অফিসার রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার পারস্পরিক অভিযোগের তদন্তে SIT গঠন করবে কেন্দ্রীয় সরকার। তার জন্যই সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের  সুপারিশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

CBI-এর দুই শীর্ষ কর্তার দ্বন্দ্ব চরমে পৌঁছানোয় পদক্ষেপ করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। এর ফলে তড়িঘড়ি ভোর রাতেই CBI-এর দুই শীর্ষ কর্তা ডিরেক্টর অলোক কুমার বর্মা ও  CBI-এর নম্বর টু বস রাকেশ আস্থানা এবং জয়েন্ট ডিরেক্টর এ কে শর্মাকে ছুটিতে পাঠাতে হল।

 

Spread the love

Related posts

Comment here